Bhoy Dekhas Na Please (Female) (исполнитель: Sunidhi Chauhan)

ভয় দেখাস না প্লিজ, 
আমি বদলে গিয়েও ঘড়ে ফিরতে চাই
তবু তোর দু চোখের রোদ, 
ফিরতে মানা করবে সেই ভয় পাই ।
এই শরীরটাই যা তুই চিনিস,
বাদ বাকি আমি আনকোরা 
জোড় করে তবু সই পাতাই, 
গল্প বানাই মন গড়া ।
আমার অন্য রাজ্যপাঠ ,
আমি ঘড় পালানো পাখির ছদ্দবেশ
তোর কাধেঁতে বসে আর, 
গান শোনাব পাই যদি আদেশ। 

অনেক রাতের পর, 
খেলনাবাটির লোভ দেখাস যদি
আবার ফিরবো ঘর, 
ঠোঁট ফুলিয়ে ছোট্ট এই নদী!
ভুলে গেলে তুই,  
হাতড়ে ফিরবো অন্ধকারের গান।
জমলে ধুলো গায়, 
জোছনায় করবো স্নান।

তুই একফালি আকাশ 
আমি ভুল করে ঢোকা একলা শঙ্খচিল।
তুই আমার বাতাস
তবু ফিরতেই হবে বল দেখি মুশকিল!
জানি ফেরার পর তুই আমায়, 
হাঁটতে দেখলেও চিনবি না।
তোর দেওয়াতেই ডাক নামে, 
তবু ভুল করেও আর ডাকবি না।
শুধু কোন বাদলা দিনের ভোর, 
তোর স্বপ্নে উড়বে কাঁচপোকাদের ভুল।
ঘুমে কাঁদব
Послушать/Cкачать эту песню
Mp3 320kbps на стороннем сайте

Видео к песне:
Открытка с текстом :
Удобно отправить или распечатать
Создать открытку
У нас недавно искали песни:
Люби меня по  Crazy Gnarls Barkley Cover The Kooks  KMFDM Anarchy  Supertramp give a little bit  The fire still burns  Бьянка но  New born  Лето наше лето 
О чем песня
Sunidhi Chauhan - Bhoy Dekhas Na Please (Female)?
2020 © Tekstovoi.Ru Тексты песен